পাথরঘাটায় ঠাকুর অনুকূল চন্দ্রর ১৩১ তম জন্ম মহা- মহোৎসব অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যদায় বরগুনার পাথরঘাটায় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর ১৩১ তম জন্ম মহা- মহোৎসব শুক্র ও শনিবার দুদিন ব্যাপী উদযাপিত হচ্ছে।
সকালে প্রাত কালিন বিনতি প্রার্থনা,ঠাকুরের ভোগ নিবেদন,সকাল ১০টায় স্বাস্থ কমপ্লেক্সে রোগীদের মাঝে ফল বিতরন করেন সৎসঙ্গ বাংলাদেশ পাথরঘাটা শাখার কর্মী বৃন্দ।
বিকাল ৩ টায় মাতৃ সম্মেলন, সন্ধা ৫.৫৩ মিঃ সান্ধকালীন বিনতি প্রার্থনা,ভক্তি মূলক সংগীতঅনুষ্ঠান,ধর্মীয় আলোচনা সভা,রাত ১০ টায় সাজ কীর্ত্তন পরিবেশনায় বিষ্ণুপ্রিয়া সম্রদায় খুলনা।
রাত ৩ টায় সাজ কীর্ত্তনের শেষে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)