আসুন সহযোগিতায় দাঁড়াই মেজর রবিনের পাশে

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৩ ফেব্রুয়ারী ২০১৯

---

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের সাবেক ছাত্র বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে কর্মরত মেজর ডা. মেহেদী হাসান রবিন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার দেহে বাসা বেঁধেছে শরীরের সংযোজনী টিস্যুর এক দুরারোগ্য ক্যান্সার।

যে রোগটিকে ডাক্তারী ভাষায় বলা হচ্ছে, ‘Rhabdomyosarcoma (Suspected) with metastasis’।

প্রাণশক্তিতে ভরপুর এই সেনা কর্মকর্তা বছর দেড়েক হলো বিয়ে করেছেন পছন্দের মানুষটিকে। কয়েকদিন আগে তাদের কোল আলোকিত করে আসে তাদের প্রথম সন্তান আরিশ। সদ্য গড়ে ওঠা সংসারটিতে এখন নেমে এসেছে কালো আঁধার।  ডা. রবিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়েছে।  

ডা. রবিনের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন হবে ৭০ থেকে ৮০ লাখ টাকা।  বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিছু অর্থ সহায়তা দিলেও এত বৃহৎ অংকের অর্থ সংস্থান তার পরিবারের পক্ষে সম্ভব নয়। রবিনের বন্ধু ডা. শফিকুল ইসলাম মল্লিক আরও জানান, রবিন এবং তার স্ত্রীর অ্যাকাউন্টের পাশাপাশি তার পরিবারের সম্মতি নিয়ে বন্ধুদের পক্ষ হতে ব্যাংক/বিকাশ/রকেট একাউন্টে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা:

ফৌজিয়া আকতার (স্ত্রী)

অ্যাকাউন্ট নং : ০০০২-০৩১০৩২৫১৪৩

ট্রাস্ট ব্যংক লিমিটেড

প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা

মোহাম্মদ শফিকুল ইসলাম মল্লিক

একাউন্ট নং : ১৩০.১০১.৯৫৯৯

ডিবিবিএল, জয়পাড়া ব্রাঞ্চ, ঢাকা

রকেট নং :

শারমিন- ০১৭৪৩-৮৫০৫৮০

ড. মলয়- ০১৭২৫-০৮৪৪৫৭

বিকাশ নং :

ডা : রবিনের নিজস্ব – ০১৭১৬-৬৮০৪৪১
তথ্য সুত্রঃ কালের কন্ঠ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)