দক্ষিনাঞ্চলে লাগবে বড় ধরনের উন্নয়নের ছোয়া বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের চুক্তি স্বাক্ষর
বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস হাইড্রেট-এর উপস্থিতি, অবস্থান, প্রকৃতি, মজুদ নির্ণয় করবে জন্য ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টার একটি ব্রিটিশ কোম্পানি। তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ইতোমধ্যে মাল্টিক্লায়েন্ট জরিপ পরিচালনার জন্য যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টার’কে দায়িত্ব দেয়া হয়েছে। এ কাজের সঙ্গে যুক্ত থাকবে বাংলাদেশের পেট্রোবাংলা।
একই বৈঠকে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির ক্রয় প্রস্তাব নীতিগত সুপারিশ করে মন্ত্রিসভা কমিটি।
এই প্রকল্পের মাধ্যমে শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট ওয়্যারলেস মডেম ও স্পিকার অগ্রাধিকার ভিত্তিতে দেশীয় বাজার থেকে ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর দেশের বাইরে থেকে দুই ধরনের ইউরিয়া সার ও ৫০ হাজার টন গম আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ এম বি। পাথরঘাটা নিউজ ১৯/০২/২০১৯