ইন্দুরকানীতে ১০ মাস পর কবর থেকে কলেজ ছাত্রের মরদেহ তোলা হল
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নল বুনিয়ায় কবর থেকে ১০ মাস পর মো. সাইফুর রহমান নামের এক কলেজছাত্রের মরদেহ তোলা হয়েছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিট্রেট ফখরুল ইসলামের উপস্থিতিতে কবর থেকে মরদেহ তোলে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালের ৭ এপ্রিল সকালে সাইফুর রহমান বোন লিপিকে নিয়ে গার্মেন্টসে যাবার সময় রাজধানীর মোজার বাসস্ট্যান্ডে পৌঁছালে ওৎ পেতে থাকা উজ্জল আকন ও কাওসার খলিফার নেতৃত্বে আসামিরা সাইফুরকে মারপিট করে সড়ক দুর্ঘটনায় নিহত বলে চালিয়ে দেবার জন্য চলন্ত গাড়ির সামনে ফেলে দিয়ে হত্যা করে। এরপর নিহত কলেজ ছাত্র সাইফুরের মা বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কবর থেকে সাইফুর রহমানের মরদেহ তোলে নিয়ে আসার সময় নিহতের মা মামলার বাদী ফিরোজা বেগমকে মারধর করার দায়ে ছালাম খলিফাকে আটক করা হয়েছে। আটক ছালাম খলিফা উপজেলার নলবুনিয় বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ ফেব্রুয়ারি