তজুমদ্দিনে কারেন্ট জালসহ চার জেলে আটক
ভোলার তজুমদ্দিনে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনা নদীতে অবৈধ জাল উচ্ছেদ অভিযান
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। এ সময় আটক পাঁচ হাজার মিটার কারেন্ট জালে আগুন এবং জেলেদের ব্যবহৃত কাঠের নৌকাটি প্রকাশ্যে নিলাম দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথভাবে তজুমদ্দিনের মেঘনায় অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় চর লাদেন এলাকায় মাছ ধরার সময় আ. রহিম, মো. বেলাল, মো. মিরাজ ও সালাউদ্দিনকে অবৈধ কারেন্ট জালসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কোস্টগার্ড কমান্ডার মোনায়েম হোসেন বলেন, আটককৃত পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়ে বিনাস করা হয় এবং জেলেদের ব্যবহৃত জব্দ করা একটি পুরাতন কাঠের নৌকা প্রকাশ্যে নিলামে পাঁচ হাজার টাকা বিক্রি করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ ফেব্রুয়ারি