দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সিঃ স্টাফ রিপোর্টার রিয়াদের কাব্য গ্রন্থ্য “অনুভবে তুমি” একুশে বই মেলায়

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারী ২০১৯

দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সিঃ স্টাফ রিপোর্টার রিয়াদ ও তার কাব্য গ্রন্থ্য “অনুভবে তুমি”বরগুনার বহুল প্রচারিত দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাহিত্য-সম্পাদক মোঃ সানাউল্লাহ্ রিয়াদ (এম.এস) এর এই প্রথমবার জাতীয় একুশে গ্রন্থ্য মেলায় যৌথ কাব্যগ্রন্থ্য “অনুভবে তুমি” বইটি প্রকাশ পেয়েছে।

কবি আল-মামুন সম্পাদিত ও ঢাকার শীলা প্রকাশনী থেকে প্রকাশিত এই বই এ মোট ৭ জন কবির ৩৯ টি কবিতা স্থান পেয়েছে।

“অনুভবে তুমি” যৌথ কাব্যগ্রন্থে স্থান পাওয়া কবি ও কবিতার নাম:- ঢাকা, দোহারের কবি আল মামুন লিখেছেন, ফিরে আয়, ভাষা শহীদ, উল্টোরথ, আহ্বান, প্রশ্ন, প্রিয়া, অনুভবে মুজিব, শ্লোগান, ফুলের আত্মকথা, অপ্রতিম নারী, শিশুর দাবি। ঢাকা, দোহারের কবি মামুন হোসেন এর বৃদ্ধাশ্রম, ধর্ষক, হে যুবক, সেবা, মাদক, প্রতিবন্ধী, মহাকবি।

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার কবি মাহফুজ বিন মুদ্দাচ্ছির এর এসো মুসলিম, বাংলা ভালোবাসা, আমি মুসলিম।

বরগুনা সদর উপজেলার কবি মো: সানাউল্লাহ রিয়াদ এর পাগলামী, শুধু তুই, আসবে জানি, সন্ধ্যার আকাশ, খুনসুটি, ভালোবাসার নীল, মোর নাম, স্বপ্ন বিলাসী, তোর খোঁজ, মা-বাবা।

বরগুনা জেলাধীন তালতলী উপজেলার কবি মো:শাহাদাত হোসেন তানভীর এর মন উদাসী তুমি, আমি তোমার জন্য, প্রেমের প্রতিদান, অফুরন্ত অপেক্ষা, ভবিষ্যতের প্রণয়।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কবি সামিয়া আক্তার এর তারার সাথে গল্প।

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার কবি শারমিন মামুন এর ভালোবাসি তোমাকে, অনুভবে তুমি।

বইটি একুশে গ্রন্থ্য মেলায় ৬৪৩/৬৪৪ নং শীলা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)