নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষ, আহত ১০
জাল পাতাকে কেন্দ্র করে দুইগ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। একজনকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় এঘটনা ঘটে।
আহত জেলে লোকমান জানান, শনিবার দুপুরে মেঘনা নদীর তজুমদ্দিনের বাসনভাঙ্গা চরের পূর্ব পাশে কালাম মাঝির জেলেরা জাল পাতলে একই স্থানে পরে সুফিয়ান মাঝির জেলেরাও জাল পাতে। এ সময় কালাম মাঝির জেলেদের জালের উপরে সুফিয়ান মাঝির জাল পড়ে।
এতে সুফিয়ান মাঝির জেলেরা কালাম মাঝির জাল কেটে দিলে উভয় গ্রুপের জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লোকমান (৩৫), মোরশেদ (২৫), শহিদ (৪৫), আজাদ (২৮), বেল্লাল (২৫) ও মোঃ খাজা (২৩) সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরমধ্যে লোকমানের অবস্থা আশংকাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
অপরদিকে আহত আজাদ একই ধরনের অভিযোগ করেন কালাম মাঝির জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় আজাদের পিতা আঃ রশিদ আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন বলেন, আহত লোকমানের প্রচুর রক্তক্ষরণের কারণে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ ফেব্রুয়ারি