বরগুনায় চাচা শশুরের বিরুদ্ধে ধর্ষনের মামলা
বরগুনা প্রতিনিধিঃ
ভাতিজার স্ত্রীকে ধর্ষনের অভিযোগে চাচা শশুরের বিরুদ্ধে মামলা করেছে ভাতিজার স্ত্রী।
বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খানঁ মঙ্গলবার মামলাটি গ্রহন করে বরগুনা সিভিল সার্জনকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য আদেশ দিয়েছেন।
মামলার আসামী হল, বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের মৃত সের আলী হাওলাদারের ছেলে ফজলুর রহমান।
মামলার বাদী গৃহবধু জানান, তার স্বামী সাইদুল ইসলাম দ্বিতীয় বিয়ে করে দুই বছর পূর্বে তাকে দুটি সন্তানসহ বাড়ীতে রেখে ঢাকা চলে যায়। একই বাড়ীর চাচা শশুর ফজলুর রহমান প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দেয়। গৃহবধু অনৈতিক প্রস্তাবে রাজি না হলে চাচা শশুর প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। শনিবার রাতে গৃহবধু তার বসত ঘরে ঘুমিয়ে থাকে। চাচা শশুর গৃহবধুর বসত ঘরের পিছনের দরজা দিয়ে আসামী ফজলুর রহমান গৃহবধুর ঘরে ঢুকে জোর পূর্বক তাকে ধর্ষন করে। গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয়রা এসে ফজলুর রহমানকে আটক করে রাখে। স্থানীয় লোকজন আসামীর বিচার করবে বলে তাকে ছাড়িয়ে নেয়। পরে স্থানীয়রা আসামীর বিচার করেনি।
ওই গৃহবধু আরও বলেন, স্থানীয়রা আসামীর বিচার না করায় বরগুনা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম. মাসুদুজ জামান বলেন, এ ব্যাপারে থানায় কেহ মামলা করতে আসেনি।
আসামীর ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে কথা বলা যায়নি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ মার্চ