মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রামে অভিযান চালিয়ে সুমন মোল্লা নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
এ সময় তার শরীর তল্লাসী করে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। আটককৃত সুমন ওই গ্রামের ইউসুব আলী মোল্লার ছেলে।
থান সূত্রে জানাযায়, শুক্রবার দিনগত রাতে উপজেলার আলগীপাতাকাটা বাজার সংলগ্ন ফারুকের বাড়ির সামনের সড়কে সুমন মাদক বিক্রির চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানো চেষ্টা করলে পুলিশ সুমনকে ধাওয়া কওে আটক করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ ফেব্রুয়ারি
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)