উজিরপুরের সাতলায় নলকূপে গ্যাসের সন্ধান
বরিশালের উজিরপুরের সাতলায় নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। হাজার হাজার উৎসুক মানুষ এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন নলকূপ স্থাপনকারীর বাড়িতে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ রিপোট লেখা পর্যন্ত অনাবরত গ্যাস বের হচ্ছে। এর আগে গত শুক্রবার দুপুরে সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রমের মো. সিরাজ হাওলাদারের বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া যায়।
জানা গেছে- শ্রমিকরা টিওবয়েল বসানোর সময় পাইপের মধ্যে বুদ বুদ শব্দ হলে কৌতুহল বশত ম্যাচের কাঠি জ্বালিয়ে গর্তের মুখে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূতেই এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বাড়ির মালিক মো. সিরাজ বলেন, তার বাড়িতে নলকূপ বসানোর কাজ চলছিল ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকূপ থেকে এ গ্যাস উদগিরণ হচ্ছে আর ওই গ্যাসের আগুনের স্ফুলিঙ্গ দেখে আতংকে রয়েছে তার পরিবার ও প্রতিবেশিরা।
এলাকাবাসীর অভিমত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে গ্যাস রয়েছে কী না সেই বিষয়টি নিশ্চিত হওয়া।’
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ ফেব্রুয়ারি