ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানীতে অর্জুন গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে বাবুল হালদার (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর দুপুরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।
পত্তাশী ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিসলু এ খবর নিশ্চিত করেন। নিহত বাবুল হালদার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অটল হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সরকারি রাস্তার ডাল কাটতে গিয়ে পা ফঁসকে মাটিতে পরে যান বাবুল হালদার। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে মুমুর্ষূ অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ ফেব্রুয়ারি
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)