হাসপাতালের বাথরুম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর দুমকি লুথ্যারাণ হাসপাতালের বাথরুম থেকে রুবি ইসলাম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার সময় হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরে থানা পুলিশ গিয়ে বাথরুমের দরজা ভেঙ্গে রুবির মরদেহ উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রুবির ছয় মাসের শিশুসন্তান ডায়রিয়ায় আক্রান্ত হলে গত শনিবার লুথ্যারান হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার কোনো উন্নতি না হওয়া দেখে রুবি মানসিক ভাবে ভেঙে পড়েছিল।
বুধবার রাতে হাসপাতালের ওয়ার্ড থেকে রুবি বাথরুমে যান। দীর্ঘ সময় ধরে বাথরুম থেকে না আসায় অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালের নার্স ও দারোয়ানরা বাথরুমের পিছনের ছোট জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় রুবির মরদেহ দেখতে পান। এ সময় বাথরুমের দরজার ভেতর থেকে আটকানো ছিল।
থানা পুলিশকে খবর দিলে বাথরুমের দরজা ভেঙ্গে পুলিশ রুবির মরদেহ উদ্ধার করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ ফেব্রুয়ারি