কলাপাড়ায় নির্মাণাধীন টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার থেকে ২০০ ফুট নিচে পড়ে মো. মোয়াজ্জেম হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শ্রমিক সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোস্তফা আহমেদের ছেলে ও জিএম কম্পানির শ্রমিক হিসেবে কাজ করছিল।
প্রত্যক্ষদর্শী শ্রমিক বখতিয়ার ইসলাম জানান, মোয়াজ্জেম দুই লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের ওপরে কাজ করছিল। হঠাৎ সেফটি বেল্টের লক ছিড়ে প্রায় দুই শ ফুট ওপর থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, মোয়াজ্জেম হোসেনের মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের লাশের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ ফেব্রুয়ারি