মঠবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মঠবাড়িয়ায় শ্বশুরবাড়ি থেকে খাদিজা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখালীতে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা উত্তর মিঠাখালী (মাঝেরপুল) গ্রামের নুর আলমের মেয়ে ও উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের জাকারিয়া হাওলাদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে- দুই মাস আগে উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে জাকারিয়ার সাথে পারিবারিকভাবে খাদিজার বিয়ে হয়। সোমবার সকালে খাদিজা ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘরের বারান্দায় দিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তা দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকজন থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
তারা আরও জানান, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। আমার বোনের মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন কৌশল করে মেরে ফেলেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যা।”
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ ফেব্রুয়ারি