বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশালের আসন গুলো থেকে সংসদে যাচ্ছেন ৪ নারী
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে নির্বাচনের মনোনয়নপত্ৰ দাখিলের শেষ দিন সোমবার (১১ ফেব্রুয়ারি) মোট ৪৯ জনের মনোনয়নপত্ৰ দাখিল হয়েছে। নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চার জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থীদের জোট থেকে একজন; এই মোট ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, মনোনয়পত্র যাচাই বাছাই ১২ ফেব্রুয়ারি। প্রত্যাহার ১৬ ফেব্রুয়ারি। আর ভোট ৪ মার্চ।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, প্রত্যাহারের দিন যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন,
তাদের কেউ প্রত্যাহার না করলে কিংবা বাছাইয়ে কারো মনোনয়নপত্র বাতিল না হলে এই ৪৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
বরিশাল বিভাগে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়নপত্ৰ দাখিল করেছেন- বরগুনা থেকে সুলতানা নাদিরা
পিরোজপুর থেকে শেখ এানী রহমান, বরিশাল থেকে সৈয়দা রুবিনা যিরা, পটুয়াখালী থেকে কানিজ সুলতানা।