পাথরঘাটায় চিংড়িরর রেনুসহ ট্রলার জব্দ, জেলেকে জরিমানা
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদে অভিযান চালিয়ে কোস্টগার্ড একটি ট্রলারসহ ১ জেলেকে আটক করেছে। এ সময় ওই ট্রলারে থাকা ১ লাখ চিংড়ির পোনা জব্দ করা হয়।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন করি ভ্রাম্যমান আদালতে জেলেকে ৫হাজার টাকা জরিমানা করে রেনু গুলো দনীতে আবমুক্ত করা হয়।
এর আগে ভোর রাত ৪টার দিকে বিষখালী নদের জ্বিনতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা এগুলো আটক করা হয়।
আটককৃত জেলে তালতলী উপজেলার তেতুল বাড়ীয়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল খালেক (২২)।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম জানান, নিয়মিত অভিযানকালে বিষখালী নদের জ্বিনতলা নামক স্থানে একটি ইঞ্জিন জারিত ট্রলারে থাকা ১ লাখ চিংড়ির রেনুসহ ১ জনকে আটক করা হয় এবং জব্দ ট্রলারটি তাদের জিম্মায় রাখা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ ফেব্রুয়ারি