পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আল সানী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউখালী-নৈকাঠী সড়কের বড়বিড়ালজুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সানী উপজেলার জয়কুল গ্রামের মামুন হোসেন বিপ্লবের ছেলে ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে কাউখালী থেকে জয়কুল যাচ্ছিলো সানী। পথে বড়বিড়ালজুরী এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে।স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/০৭ ফেব্রুয়ারি
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)