পাথরঘাটায় ৩ বখাটেকে জরিমানা
বরগুনার পাথরঘাটায় প্রেমের প্রস্তাব পত্যাখ্যান করায় পেমিকাকে তুলে নেয়ার অভিযোগে ৩ বখাটেকে জরিমানা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দন্ড প্রাপ্তরা হলো, রায়হান পুর ইউনিয়নের লেমুয়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. সৈকত (১৪), মো. কামালের ছেলে মো. রানা (১৪) ও ছগির হোসেনের ছেলে মো. রাবিব।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদার পাথরঘাটা নিউজকে বলেন, জালিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে রাব্বি দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিলেও ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি যাবার পথে জালিয়াঘাটা সড়ক রাব্বিসহ ৩ বখাটে জোর করে মটরসাইকেল তুলে নিয়ে যাবার সময় স্থানীয়রা ধরে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে ধরে নিয়ে আসে। পরে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ জানুয়ারি