পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় ক্ষুব্ধ হয়ে আসামীদের ২ দিনের রিমান্ড
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় গরু চুরি মামলায় ৩ জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক সুভ্রত মল্লিক ২ দিনের রিমান্ডের আদেশ দেন। তবে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় ক্ষুব্দ হয়ে আসামীদের রিমান্ডে নিয়েছে বলে দাবি করেন রমেনের ভাই রনজিৎ চন্দ্র।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) ধার্য তারিখে আদালতে আসামীদের উপস্থিতিতে আসামীর পরে কৌশলী জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার (২১ জানুয়ারি)উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের গরু চুরির অপরাধে সন্দেহভাজন হিসেবে রমেন চন্দ্র হাওলাদার, বাদল ও সাদ্দামকে পাথরঘাটা থানা পুলিশ আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পাথরঘাটা থানা পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, অধিকতর তদন্তের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আদালত পাড়ায় বসেই রমেন চন্দ্র হাওলাদারের ভাই রনজিৎ চন্দ্র হাওলাদার অভিযোগ করেন, পুলিশের বিরুদ্ধে সোমবার পাথরঘাটা প্রেসকাবে সংবাদ সম্মেলন করার কারণেই ক্ষুব্দ হয়ে আসামীদের রিমান্ডে নিয়েছে পুলিশ।