আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩
অনলাইন ডেস্কঃ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর তুলাতলা নামক স্থানেএকটি টমটমকে সাইট দিতে গিয়ে কুয়াকাটাগামী ঈগল পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঈগল পরিবহন দুমড়ে মুচরে গিয়ে ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর তুলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, টমটম চালক আবুল কাশেম (৪৫), পরিবহনের হেলপার রনি শেখ (২৫) ও যাত্রী মনিরুজ্জামান (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, কুয়াকাটাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্রো গ-১৪৭৩১৬) মহাসড়কের আমতলীর তুলাতলা নামক স্থান অতিক্রম করছিল। এ সময় একটি টমটমকে সাইট দিতে গিয়ে ঈগল পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে পরিবহনটি দুমড়ে মুচরে যায় এবং টমটম চালক আবুল কাশেম (৪৫), পরিবহনের হেলপার রনি শেখ (২৫) ও যাত্রী মনিরুজ্জামান (৩৫) আহত হয়। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্যাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।