মসজিদে ঈদের নামাজের পর এবার জুমার নামাজ পড়লেন মেয়েরা
এত দিন মেয়েরা কেবল ঈদের দিন মসজিদে গিয়ে নমাজ পড়াতো। এবার থেকে প্রতি শুক্রবার জুমার নমাজ মসজিদে গিয়ে পড়তে পারবেন ভারতের বর্ধমান শহরের গোদা এলাকার মুসলিম মহিলারা।
শুক্রবার ওই এলাকার মসজিদের দোতলায় তেমনই ৪৫ জন এক সঙ্গে নমাজ পড়েন। খবর আনন্দবাজার পত্রিকা।
মসজিদ কমিটির সম্পাদক তথা ভারতের বর্ধমান হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘‘সুব্যবস্থা ও পরিশীলিত মানসিকতা থাকলে ইসলাম ধর্মে মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন মহিলারা। আমাদের এখানে দু’টি ইদেই মহিলারা নমাজ পড়ে থাকেন। শুক্রবার যাতে তাঁরা মসজিদে নমাজ পড়তে পারেন, তা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল। সেটা এ দিন কার্যকর হল।’’
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ জানুয়ারি
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)