পাথরঘাটায় ট্রলার ও সাড়ে ১২মন ঝাটকাসহ ১৪ জেলে অটক
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদের লালদিয়া মোহনায় অভিযান চালিয়ে সাড়ে ১২মন জাটকা, ১৪জন জেলে ও এফবি শারিয়া নামের ট্রলার জব্দ করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এগুলো জব্দ করা হয়।
পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালতে ১৪ জেলেকে ৩হাজার টাকার করে মোট ৪২ হাজার টাকা জরিমানা করে জাটকাগুলো ভিবিন্ন এতিম খানা ও দুস্থ্যদের মাঝে বিতরন করে দেন।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার (এসসিপিইউকম) এম মতিয়র রহমান পাথরঘাটা নিউজকে জানান, নদীতে নিয়মিত টহলের সময় আমাদের দেখে সন্দেহ হলে এফবি শারিয়া নামের একটি ট্রলারে তল্লাশী চালিয়ে জাটকা ইলিশ পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঝাটকা ইলিশ স্থানী এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরন করে জেলেদের ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ট্রলারটি তাদের কাছে রেখে দিয়েছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ জানুয়ারি