জেলের জালে ৫৬ কেজির বাঘআইড়
বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে। মাছটি দেখেই জেলের চোখে মুখে ফুটে উঠে আনন্দের ছাপ।
মঙ্গলবার উপজেলার পিটাইটিকর গ্রামের ইছা মিয়ার জালে মাছটি ধরা পড়ে। তিনি কুশিয়ারা নদীতে জাল টানছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ইছা মিয়ার জালে বিশাল বড় মাছ ধরা পড়েছে টের পেয়ে নদীতে থাকা সব জেলেরা মিলে মাছটিকে বেধে কৌশলে বন্দী করেন। পরে তারা মাছটিকে টেনে চরে তোলেন। এসময় মাছটি দেখতে কৌতুহলী জনতা ভিড় জমায়।
মাছটির ওজন প্রায় ৫৬ কেজি। ইছা মিয়া মাছটি বিক্রির জন্য ফেঞ্চুগঞ্জ বাজারে নিয়ে এক লাখ টাকা দাম হাঁকেন। স্থানীয়রা জানিয়েছে. মাছটি পরে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ জানুয়ারি
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)