সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা-মাতাকে যে বিধান অবলম্বন করতে হবে
ইসলামী ডেস্কঃ
পিতা- মাতার সাথে সন্তানের যে সম্পর্ক সেটা মহান আল্লাহ পাক উনার তরফ থেকে প্রদত্ত। যার কারনে শৈশব কালে পিতা-মাতা সন্তানদেরকে পরমস্নেহ ও ভরণপোষন দিয়ে লালন-পালন করেন। তদ্রুপ বড় হওয়ার পরও পিতা-মাতার সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা পালন করে থাকেন। কিন্তু দেখা যায় যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা-মাতা দ্বীনি ইলম না থাকার কারণে ইনছাফ করতে পারে না। যেমন: মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। কারন হিসেবে বলা হয় যে মেয়েদের বিয়ের সময় খরচ করা হয়েছে এছাড়াও মেয়েরা তাদের স্বামী সন্তানদের থেকেও সম্পত্তি পাবে। একই কারণে একাধিক সন্তানদের মধ্য থেকে যেকোন এক জনকে বেশী সম্পত্তি দিয়ে অন্য সন্তানদের হক্ব নষ্ট করা হয়। অথচ মহান রব্বুল আলামীন তিনি কালামুল্লাহ শরীফ উনার মধ্যে সম্পত্তি বন্টনের সঠিক বিধান জানিয়ে দিয়েছেন।
সুতরাং প্রত্যেকের উচিত সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মহান আল্লাহ পাক উনার নির্দেশিত বিধান অবলম্বন করা। উল্লেখ্য মহান আল্লাহ পাক উনার নির্দেশিত বিধান হচ্ছেন: পিতা-মাতা যদি জীবিত অবস্থায় সন্তানদের মধ্যে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিতে চায় তাহলে তা অবশ্যই ছেলেমেয়ে উভয়কে সমান দিতে হবে। আর ইন্তেকালের পর ছেলেদেরেকে মেয়েদের দ্বিগুন দিবে অর্থাৎ দুই মেয়ের সমান এক ছেলেকে সম্পত্তি দিবে। অতএব যারা এই নির্ধারিত বিধান অনুযায়ী আমল করবে না তারা মূলত মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারকই অমান্য করলো। আর মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক অমান্য করার পরিণতি হল জাহান্নাম। কাজেই প্রত্যেক পিতামাতাকে সম্পত্তি বন্টন সম্পর্কে দ্বীনি ইলম অর্জন করা ফরয। তা সরাসরি নিজে কিতাবাদী পাঠ করে হউক অথবা কোন হাক্কানী রব্বানী আলীম উলামা উনাদেরকে জিজ্ঞাসা করেই হউক।