পাথরঘাটায় উন্নত চুলা বিতরণ করেছে উন্নয়ন সংস্থা সিসিডিবি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৪ জানুয়ারী ২০১৯

পাথরঘাটায় উন্নত চুলা বিতরণ করেছে উন্নয়ন সংস্থা সিসিডিবি

পাথরঘাটায় ২৫০টি পরিবারের মাঝে ‘বাংলার উনন’ নামক উন্নত চুলা বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১ টার দিকে স্থানীয় সিসিডিবি কার্যালয় উপকারভোগিদের মাঝে এ চুলা বিতরণ করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি’র পাথরঘাটা উপজেলা সম্বনয়ক সুব্রত মিস্ত্রী’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাথরঘাটা পৌরসভার নারী কাউন্সিলর মুনিরা ইয়াসমিন, সাংবাদিক আমিন সোহেল ও পদ্মা গ্রাম সচেতন কমিটির সভাপতি আবদুর রহিম

উপকারভোগি ফারজানা বেগম বলেন, প্রাথমিক ভাবে এ সংস্থার দেয়া উন্নত চুলা আমরা ব্যবহার করেছি। তবে ‘বাংলার উনন’ নামে এ উন্নত চুলা আরও সাশ্রয়ী।

সিসিডিবি’র পাথরঘাটা উপজেলা সম্বনয়ক সুব্রত মিস্ত্রী বলেন, ঢালাই লোহা ও এসএস ষ্টিলের কাঠামোতে এ উন্নত চুলায় প্রায় ৪০ ভাগ তাপীয় দক্ষতা সম্পন্ন ও ৮০ ভাগ জ¦ালানী সাস্ত্রীয়। ‘বাংলার উনান’ নামে এ উন্নত চুলায় ৮০ ভাগ ক্ষতিকর কালো ধোয়া (কার্বন) হ্রাস করে। বর্তমানে ২৫০টি পরিবারের মাঝে এ চুলা বিতরণ করা হলেও আগামিতে এ সংখ্যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বাড়ানো হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)