পাখির বাসা ভাঙায় হাত ভেঙে দিলো দশ বছরের শিশু,র
পাথরঘাটা নিউজ ডেস্কে : বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যালয় ভবনের ছাদে চড়ুই পাখির বাসা ভাঙার অভিযোগে ১০ বছর বয়সের মো. মোস্তফা নামে এক স্কুলছাত্রের হাত ভেঙে দিয়ে প্রতিবেশি মো.ছগির জোমাদ্দার।
শনিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম বড় টেংরা এনএফ নাসিমা ফেরদৌসী কিন্ডার গার্টেনে এ ঘটনা ঘটে। মোস্তফা পশ্চিম বড় টেংরা গ্রামের আ. খালেকের ছেলে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী জানান, বিদ্যালয়ের ছাদ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকায় মোস্তফা ও নাসিরকে পরিস্কার করার জন্য বলা হয়। ছাদ পরিস্কার করার সময় ছাদে থাকা চড়ুই পাখির বাসা আংশিক ভেঙে গেলে প্রতিবেশি নুরুল ইসলাম জোমাদ্দারের ছেলে মো. ছগির জোমাদ্দার এসে প্রথমে মোস্তফা ও নাসিরকে বকা দেয়। পরে ছগির জোমাদ্দার লাঠি দিয়ে পিটিয়ে মোস্তফার বাম হাত ভেঙে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত ছগির জোমাদ্দার বলেন, আমি বাসা ভাঙতে বাধা দিয়েছি মাত্র, মারধর করিনি। তবে শুনেছি মোস্তফা ছাদ থেকে পড়ে গেছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার সৈকত বাংলানিউজকে জানান, শিশুটির বাম হাতের কনুইর কাছে হাড় ভাঙা দেখা গেছে।