পাথরঘাটায় সুশীলা হত্যার মামলায় ৪ আসামি গ্রেফতার: পাথরঘাটা নিউজ
পাথরঘাটা উপজেলায় চরদুয়ানি ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অপরপক্ষের লাঠির আঘাতে নিহত সুশীলা (৭৫) হত্যার আসামিদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
বুধবার রাতে ও বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো ১। রঞ্জিতা রানী, স্বামী রিপন বড়াল,২। রঞ্জিতা রানী,স্বামী স্বপ্নন বড়াল, (৩) সুমি রানী বড়াল,স্বামী সজল বড়াল,ভবরঞ্জন হাওলাদার পিতা সতীন্দ্র নাথ হাওলাদার। গ্রেফতারকৃতরা সকলেই একই ইউনিয়নের বাসিন্দা।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বলেন, সুশীলা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গতকাল বুধবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৩ নং ছহেরাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অপরপক্ষের লাঠির আঘাতে নিহত সুশীলা (৭৫ ঘটনা ঘটে। সুশীলা ছহেরাবাদ গ্রামের উপেন্দ্র নাথের স্ত্রী ও চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি বাবুল খরাতির মা।