মঠবাড়িয়ায় পুলিশ প্রহরায় বিএনপির মানববন্ধন
মঠবাড়িয়া (পিরোজপুর)।। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মঠবাড়িয়া উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৬ মার্চ) সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন কালে পুলিশ বাঁধা দেয়।পরে পুলিশ প্রহরার মধ্যেই এ মানববন্ধন পালন করেন তারা।
পরে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসুফউজ্জামান আকন, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, তারিকুল ইসলাম মধু, সাপলেজা ইউনিয়ন সভাপতি হাবিব আকন, সহ-সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, অহিদুজ্জামান খান মিল্টন, উপজেলা ছাত্রদল সভাপতি মাইনুল ইসলাম, সাধারন সম্পাদক রিয়াজসহ নেতৃবৃন্দ।
বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাঁধার সৃষ্টি করে আসছে উল্লেখ করে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে বক্তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এন এ এস / পাথরঘাটা নিউজ