বাবা-ছেলের একসঙ্গে জেডিসি পাস
বয়স হলেও নানা সমস্যায় বাবা পড়াশোনা করতে পারেননি। তবে এবার ছেলে জেডিসি পরীক্ষা দিচ্ছে। ছেলের সঙ্গে একই বই ভাগাভাগি করে পড়তে শুরু করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবলুর রহমান। ছেলে মেহেদী হাসানও এতে উৎসাহিত হয়।
অবশেষে বাবা-ছেলে রেজিস্ট্রেশন করে একত্রে জেডিসি পরীক্ষা দিতে বসেন। খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসা থেকে একসঙ্গে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাস করেছেন বাবা ও ছেলে।
এত বয়সে পড়াশোনা প্রসঙ্গে বাবলুর রহমান গণমাধ্যমকে জানান, চাকরি করার ইচ্ছায় নয়, জ্ঞানার্জনের জন্যই পড়ালেখা করছি।
ফলাফলে দেখা যায়, ছেলে মেহেদী হাসান জিপিএ-২ দশমিক শূন্য ৬ পেয়েছে। আর তার বাবা বাবলুর রহমান পেয়েছেন ২ দশমিক ৭২।
কৃষিকাজ করে সংসার চালাতে গিয়ে পড়াশোনার সময় পাননি বাবলুর রহমান। এবার সময় পেয়ে জেএসডি পরীক্ষায় পাস করলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ ডিসেম্বর