বরগুনায় বিএনপির মানববন্ধন
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজাদেয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় মানববন্ধন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিতে ঘন্টাব্যাপী দীর্ঘ্য এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আব্দুল হালিম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি আহবায়ক এজেডএম সালেহ্ ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজসহ জেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা যাবে না কারন সাধারন মানুষ তার পক্ষে আছে। অবিলম্বে তার মুক্তির আহবান জানান বক্তারা।