বরগুনায় বিএনপির মানববন্ধন

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১১ পিএম, ৬ মার্চ ২০১৮

বরগুনায় বিএনপির মানববন্ধন
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজাদেয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় মানববন্ধন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিতে ঘন্টাব্যাপী দীর্ঘ্য এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আব্দুল হালিম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি আহবায়ক এজেডএম সালেহ্ ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজসহ জেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা যাবে না কারন সাধারন মানুষ তার পক্ষে আছে। অবিলম্বে তার মুক্তির আহবান জানান বক্তারা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)