পাথরঘাটায় বিএনপি নেতা জিন্নাত আলী’র মৃত্যু
বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিন্নাত আলী হাওলাদার মারা গেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ধীর্ঘদিন উপজেলার কালমেঘা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তার নিজ বাড়িতে অসুস্থ্য অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বাড়ি কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় পাথরঘাটা গ্রামে। শনিবার বেলা ১১টার দিকে শয়াদত নগরের মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ ডিসেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)