বরগুনায় ঘরে আগুনে পুরে বৃদ্ধার মৃত্যু
বরগুনায় হতদরিদ্র নিঃসন্তান এক বৃদ্ধ দম্পত্তির জীর্ণ ঘর আগুনে পুড়ে গেছে। এতে দগ্ধ হয়ে ময়নার মা নামে হালিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনার টাইনহল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে ময়নার বাবা হিসেবে পরিচিত নিহতেন স্বামী মো. আবদুর রহমান মোল্লা (৭০) বলেন, সন্ধ্যার পর মোমের আলোতে জীর্ণ ঘরে বসেছিলেন তারা দু’জন। এ সময় মোম থেকে হঠাৎ মশারিতে আগুন লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পরে। এ সময় তিনি দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও ময়নার মা আর বের হতে পারেননি। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে ধসে পড়া ঘরের ভেতরে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে দমকল বাহিনী।
ফায়ার সার্ভিসের বরগুনার উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তাদের ঘর থেকে ময়নার মা’র দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ ডিসেম্বর