নির্বাচনের সময় ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ও ব্যাংক হলিডে মিলিয়ে বছরের শেষ চারদিন (২৮ থেকে ৩১ ডিসেম্বর) বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন। এ কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের জন্য আগামী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিন নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
এর আগে ১৮ ডিসেম্বর, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করা হয়েছে। যা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।
বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ বছরের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হলো। পাশাপাশি ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৩০ ডিসেম্বর। এ জন্য টানা চারদিন ব্যাংক বন্ধ থাকবে। ছুটি শেষে বছরের প্রথম দিন আবারও লেনদেন শুরু হবে সব ব্যাংকের
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ ডিসেম্বর