রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা কোড়ালিয়া লঞ্চঘাটে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহত হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কোড়ালিয়া লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী নান্নু চৌকিদারের মুদি দোকান থেকে এ আগুণের সুত্রপাত ঘটে। এরপরে মুকুল সাহার পেট্রল দোকান, দাদন হাওলাদার, সাকু শরীফের মুদি দোকানসহ রনজিত শীলের সেলুনে আগুণ ছড়িয়ে পরে। প্রায় ২০ মিনিটের মধ্যে ওই ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।
কোড়ালিয়া এলাকার ব্যবসায়ী জহির হাওলাদার বলেন, নান্নু চৌকিদারের মুদি দোকানের সৌর সোলার ব্যাটারি থেকে এ আগুণের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ ডিসেম্বর