বরগুনা-২ পাথরঘাটায় নৌকার কর্মীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত
আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পোষ্টার ছেড়া ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের তদন্ত করেছেন তদন্ত টিম।
বুধবার (ডিসেম্বর) সকালে বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.মাসুম বিল্লাহর নেতৃত্বে তদন্ত টিম পাথরঘাটায় আসেন। তদন্তে অপর সদস্য হলেন, বরগুনা জেলার সহকারি জজ সঞ্জয় পাল।
তদন্ত টিম জানান, বরগুনা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী গোলাম সরোয়ার হিরুর নির্বাচনী পোষ্টার ছেড়া ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। বিষয়টি পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
গোলাম সরোয়ার হিরু বলেন, রিমনের লোকজন আমার পোষ্টার ছিড়েছে এবং নির্বাচরণী আচরণ বিধিও লঙ্ঘন করেছে এ বিষয় আমার নির্বাচনী সমন্বয়কারী আবুল কালাম নির্বাচনী তদন্ত কমিটিকে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয় রিমন বলেন, পোষ্টার ছেড়া আর আচরণ বিধি লঙ্ঘন এমন অভিযোগ ভুয়া-বানোয়াট। আমার ও আমার কর্মীদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ দিয়ে হয়রানী করা হচ্ছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ ডিসেম্বর