বরগুনা-২ প্রচারে এগিয়ে আওয়ামীলীগ, নিরব অবস্থানে বিএনপি
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচার চলছে জোরেশোরে। গ্রাম, হাটবাজার ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। রোজ দুপুরের পর কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠছে বিভিন্ন এলাকা। প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকছেন গণসংযোগে কিন্ত এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের পক্ষে কোন প্রচার ও গনসংযোগ নেই বললেই চলে। নেই কোন প্রচারনা, নেই কো পোস্টারিং এ যেন ফাকা মাঠেই গোল দিতে মাঠে নেমেছে আওয়ামীলীগ। আড্ডায়-আলোচনায় চায়ের দোকানে একটাই প্রশ্ন বিএনপির প্রচুর ভোট থাকা সত্বেও কেন প্রার্থী মাঠে নেই।
পোস্টার, মিছিল, মাইকিং, গণসংযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম, পথসভাসহ সব ক্ষেত্রেই নৌকার প্রচার চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীরা ফেসবুকেও প্রচার চালাচ্ছেন। হাটে বাজারে আওয়ামী লীগের নেতারা গভীর রাত পর্যন্ত গনসংযোগ করে যাচ্ছেন।
প্রচারে এগিয়ে থাকার ব্যাপারে পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক অগ্রযাত্রায় যেভাবে সাফল্য এসেছে, তার কারণে সারাদেশে এবারও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নিচ্ছেন নৌকার প্রচার কার্যক্রমে।
অপর দিকে বিএনপি নেতাকর্মীরা প্রার্থীর কার্যকলাপে হতাশ হয়ে পরেছেন। জনসমার্থনে তৃনমূলে ধানের শীষের অবস্থান শীর্ষে বিএনপি প্রার্থী একটু চাঙ্গা হলে এখনো বিজয় সম্বব।
পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মো. মতিউর রহমান মোল্লা বলেন, ধানের শীষের প্রার্থী খন্দকার মাহবুব হোসেন গত শনিবার (১৬ ডিসেন্বর) এলাকায় এসেছেন অল্পসমায়ের মধ্যেই ব্যাপকভাবে প্রচারনায় মাঠে নামবেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ ডিসেম্বর