মঠবাড়িয়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

এই ছবিটি প্রতিকীপিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবিকা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত সেবিকা উপজেলার শাঁখারীকাঠি গ্রামের সুজন দেউরীর মেয়ে ও সরোজিনি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

সেবিকার মা অঞ্জনা রানী জানান, সোমবার বিকেলে ওর ছোট ভাই রাজিবের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরসংলগ্ন বাগানের একটি আমগাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত স্কুলছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)