ফের এক ফ্রেমে শাকিব-আপু
ঢালিউডের শীর্ষ নায়ক-নায়িকা শাকিব খান আর অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পৃথিবীতে আলোর মুখ দেখার পর ২০১৭ সালের ১৪ এপ্রিল মানে পয়লা বৈশাখ বাবা-মায়ের সঙ্গে এক ফ্রেমে মানে একই ছবিতে বন্দী হয় ছোট্ট শিশু জয়। সেদিন সন্ধ্যায় হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে একটি ফটোশুটে অংশ নেন তারা।
এরপর কেটে গেছে অনেক দিন। আর একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাদের। সম্প্রতি বারিধারার একটি আন্তর্জাতিক মানের স্কুলে ভর্তি করানো হয়েছে জয়কে। বাবা-মার হাত ধরে স্কুলে গেছে জয়। অবাক হয়ে দেখেছে স্কুলে বাচ্চাদের কোলাহল। জীবনে প্রথম অন্যরকম ভুবনের দেখা পেয়ে জয়ের মনেও আনন্দের সীমা ছিল না। বাচ্চাদের এই খুশি বাড়িয়ে তুলতে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বাবা-মায়ের সঙ্গে তোলা প্রতিটি বাচ্চার ছবি স্কুলে টাঙিয়ে রাখা হবে। যাতে বাবা-মা সম্পর্কে বাচ্চার শ্রদ্ধা আর ভালোবাসা বহু গুণে বেড়ে যায়। এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর সকালে শাকিব আর অপুর হাত ধরে জয় গেল স্কুলে।
একসঙ্গে তুলল ছবি। আর সেই ছবি এখন স্কুলের দেয়ালে শোভা পাচ্ছে। শাকিব বলেন, বাবা-মার কাছে যেমন সন্তান অমূল্য রতন তেমনি সন্তানের হৃদয়েও বাবা-মার ছবি হয়ে থাকে চির অমলিন।
জয় যখনই স্কুলে গিয়ে একসঙ্গে বাঁধানো আমাদের ছবিটি দেখবে তখন আমাদের আর মিস করবে না সে।
অপু বলেন, একসঙ্গে আবার তিনজনে ছবি তুললাম। এই আনন্দের সীমা নেই। আমরা তিনজন কিন্তু একই রঙের পোশাক পরে ছবি তুলেছি। ছবিটি দেখে জয়সহ সবাই আমাদের অটুট বন্ধনের ছায়া খুঁজে পাবে। আমরা তিনজনই খুব হ্যাপি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ ডিসেম্বর