পাথরঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর ) সকাল ৬টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। পরে ১০টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়াম্যান রুফকুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান, পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজান করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মো. আব্দুল জলিল।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ ডিসেম্বর