বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৪ ডিসেম্বর ২০১৮

ছবিঃ সংগ্রহীতবীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাতবার্ষিকী আজ। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ১৯৭১ সালের এই দিনে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে একাত্তরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মহানন্দা নদীর ওপারে বারোঘরিয়ায় অবস্থান নেন। ১৪ ডিসেম্বর শেষ রাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তাঁর বিশাল বাহিনীকে তিন ভাগে ভাগ করে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমণ শুরু করেন। তিনি রেহাইচর গ্রামে অবস্থান নিয়ে শত্রুদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে করতে এগোতে থাকেন। রাতের আঁধার পুরোপুরি কেটে যাওয়ার আগেই পাশের একটি বাড়ির জানালা থেকে পাকিস্তানি বাহিনীর ছোড়া বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে লাগলে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। তাঁকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। দেশ স্বাধীনের পর বীরত্বের জন্য রাষ্ট্র তাঁকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ খেতাবে সম্মানিত করে।

৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিস্থলে আজ (শুক্রবার) জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। এ ছাড়া সকালে শহরের রেহাইচরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)