ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১’
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। আগামীকাল প্রেক্ষাগৃহে আসছে তাদের নতুন ছবি ‘পোস্টমাস্টার ৭১’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে এটি মুক্তি পাবে। এ ছাড়া ওইদিন বিকাল ৩টা ৫ মিনিটে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার চ্যানেল আইয়ের পর্দায়।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম। ফেরদৌস-মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।
ছবির গল্প এগিয়েছে মুক্তিযুদ্ধকালীন এক পোস্টমাস্টারের কাহিনি নিয়ে। সে সময় অনেক মানুষ সরকারি চাকরি করত, তাদের মধ্যে অনেকেই ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে কি করবে না তা নিয়ে দ্বিধায় ছিল।
পোস্টমাস্টার চাকরিটিও ’৭১ সালে ছিল পাকিস্তান সরকারের অধিভুক্ত চাকরি। তেমনি একজন পোস্টমাস্টার আরিফ, যে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। চিঠি বিলির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ করার কাজ করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ ডিসেম্বর