তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধে ষড়যন্ত্র চলছে

তালতলীতে ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ আনা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানির মিডিয়া অ্যাডভাইজার ফিরোজ চৌধুরী বুধবার (১২ ডিসেম্বর) তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ দায়ের করেন।
চীনের পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড ও বাংলাদেশি আইসোটেক ইলেকট্রিফিকেশন কোম্পানি যৌথভাবে তালতলী উপজেলার ছোট নিশানবাড়িয়া এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে।
ফিরোজ চৌধুরীর অভিযোগ, প্রকল্পটির কাজ খুব দ্রুত এগিয়ে চললেও একটি স্বার্থান্বেষী মহল পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ সংক্রান্ত ব্যাপারে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। বর্তমানে ড্রেজিং দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে মহলটি শুভসন্ধ্যা সৈকত নিয়েও বিভ্রান্তির সৃষ্টি করছে।
আইসোটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈনুল আলম বলেন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, দেশি-বিদেশি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে সরকারি নির্দেশনা অনুযায়ী শুভসন্ধ্যা সৈকতের পার্শ্ববর্তী পায়রা নদীর মোহনা থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, সৈকতের এক কিলোমিটারের মধ্যে বালি উত্তোলন করা যাবে না। আমরা সৈকতের নিরাপত্তার স্বার্থে ন্যূনতম এক দশমিক ২ কিলোমিটার দূরবর্তী এলাকা থেকে বালু উত্তোলন করছি। ফলে শুভসন্ধ্যা সি-বিচের কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই। এ ছাড়াও আমরা বিষয়টি নজরদারির মধ্যে রেখেছি।
বরগুনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে গেলে দেশের বিদ্যুত সংকট দূর করতে ব্যাপক ভূমিকা রাখবে। এ জন্য সবার সহযোগিতা করা উচিত। তবে সি-বিচের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।(সূত্রঃ দৈনিক আমাদের সময়)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ ডিসেম্বর