মনির খান যে কারণে বাদ পড়ছেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান। এজন্য প্রায় ১০ বছর ধরে এলাকায় দলীয় কার্যক্রম ও গণসংযোগ করেছেন। কিন্তু এমপি নির্বাচনে অংশ নেওয়ার সেই আশা অনেকটা ফিকে হয়ে গেছে তার।
বিভিন্ন গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, জামায়াত ইসলামীকে বিএনপি যে ২৫টি আসন দিতে চেয়েছে তার মধ্যে ঝিনাইদহ-৩ আসনটিও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে দলটির কাউকে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
বিএনপি সূত্র জানায়, আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় বিএনপির জামায়াত ইসলামীকে ছেড়ে দিচ্ছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ ডিসেম্বর