উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পাথরঘাটায় অক্সিজেন না দেওয়ায় রোগির মৃত্যূর অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮

পাথরঘাটায় অক্সিজেন না দেওয়ায় রোগির মৃত্যূর অভিযোগগুরুতর অসুস্থ্য হয়ে চিকিৎসা নিতে এসে বরগুনার পাথরঘাটা উপজেলা স¦াস্থ্যকমপ্লেক্সের নার্সের বিরুদ্ধে অক্সিজেন না দেওয়ায় মনোয়ারা বেগম (৩৮) নামের এক রোগির মৃত্যূ অভিযোগ করেছে স¦জনরা।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা সময় পাথরঘাটা উপজেলা স¦াস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ সময় মৃতের স¦জনদের মাঝে উদ্ভুদ পরিস্থিতির সৃষ্টি করে টিএইচওর সরকারি বাসবভন ঘেরাও করে রাখে। পরে পৌর মেয়র ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

মনোয়ারা বেগম পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ছালাম শরীফের স্ত্রী।

ছালাম শরীফের বড় ভাইয়ের ছেলে আলমগীর শরীফ অভিযোগ পাথরঘাটা নিউজকে করেন, রোগি গুরুতর অসুস্থ্য হয়ে পড়ায় রোববার বিকেলে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কোন ডাক্তার না পেয়ে জরুরী বিভাগের কর্মত্যবরত নার্সকে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করন। ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন দিবেননা বলে জানান। পরে প্রায় দুই ঘন্টা পর রোগি মারা যান।

অভিযোগ অস¦ীকার করে কর্তব্যরত নার্স অপর্ণা পাথরঘাটা নিউজকে বলেন, পেটে ব্যাথা জনিত কারণে রোগি ভর্তি হয়েছে সকাল ১০টার দিকে। আমরা তিনজন নার্স তাকে প্রাথমিক সেবা দিয়ে চিকিৎসক না থাকায় তার চিৎকারে আমরা উন্নত চিকিৎসা নিতে বরিশালে যাওয়ার জন্য পরামর্শ দেই এবং অক্সিজেন শুরু থেকেই রোগিকে দেয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে রোগির সাথে দুটি অক্সিজেন সিলিন্ডার রোগির স¦জনরা নিয়েছিল।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন পাথরঘাটা নিউজকে বলেন, এটি হাসপাতাাল না কসাইখানা। এখানে আসলে কোন ডাক্তার পাওয়া যায়না। যারা থাকেন তারা ঠিকমত দায়িত্ব পালন তকরন না। আমরা দ্রুত এর প্রতিকার চাই।

এ ব্যপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা পাথরঘাটা নিউজকে জানান, আমাদের এই স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার সংকট আছে। কিন্তু অক্সিজেন দিতে ডাক্তারের অনুমতির প্রয়োজন হয় না। আমরা তদন্ত করে দেখছি, এমন প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)