মঠবাড়িয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) রাতে শিক্ষার্থীদের পক্ষে এক অভিভাবক প্রধান শিক্ষক মো. এমাদুল হককে আসামি করে মামলা করেন।
ওই শিক্ষকের বাড়ি উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে।
সদ্য সমাপ্ত পিএসসি পরীক্ষার্থী ওই চার শিক্ষার্থীসহ বেশ কয়েক জনকে রাতে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে প্রাইভেট পড়াত। গত ২৫ নভেম্বর রাতে ওই শিক্ষক এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ভালো নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে অপর তিন শিক্ষার্থী দৌড়ে লাইব্রেরি কক্ষের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয়। পরে তাদেরও ওই শিক্ষক রুমের ভেতরে নিয়ে ভয় ও পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে যৌন হয়রানি করে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক এমাদুল হকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ ডিসেম্বর