পিরোজপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুন্না নামে এক মাদক কাতবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ ডিসেম্বর) সকালে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে তাকে পিরোজপুর আদালতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নেছারাবাদ থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ পৌর এলাকার জগন্নাথকাঠি বন্দরস্থ পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে অভিযান চালায়। এ সময় পৌরসভার মাগুরা ৯ নং ওয়ার্ডের এনামুল হক মন্টুর ছেলে মুন্নাকে আটক করে পুলিশ। পরে মুন্নার দেহ তল্লাসী করে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ ডিসেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)