বরগুনা-২ বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার মাহবুব হোসেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াবিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিএনপির মনোনিতপ্রার্থী হিসেবে বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যলয় থেকে বরগুনা-২ আসনের দলীয় প্রার্থী হিসেবে তিনি মনোনায়নপত্র গ্রহণ করেছেন। বুধবার তারপক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনায়নপত্র জমা দেয়া হবে।

খন্দকার মাহবুব হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যাতম আইনজীবী। দীর্ঘদিন থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দীর্ঘ দিন থেকে আন্দোলন সংগ্রামের অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, গণমাধ্যমে বক্তব্য বিবৃতি দিচ্ছেন।

প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন দীর্ঘ ১২ বছর ধরে বরগুনা-২ আসন বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন। দীর্ঘ দিন থেকে তিনি এই এলাকায় গণসংযোগ করছেন এবং সুখ-দুঃখে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, গরিব-দুখীদের সাহায্য সহযোগিতা করছেন। ইতিমধ্যেই তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচন যদি সুষ্ঠ হয়, জনগণ যদি ভোট দিতে পারে ইনশা আল্লাহ আমরা ক্ষমতায় এসে অবহেলীত জনপদ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করব। গণতন্ত্র ও মানুষেল ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেব।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ নভেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)