পাথরঘাটা হাসপাতালে রোগীকে তাড়ানোর অভিযোগ
পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হয়। চিকিৎসা না দিয়ে অনেক সময় ডাক্তাররা ওষুদ কোম্পানির লোক দিয়ে রোগীদের বের করে দেয়ার অভিযোগ করে থাকে। এমনই ভোড়ান্তিতে পরেছেন বরগুনার পাথরঘাটায় আলেয়া বেগম নামের ৮০ বয়সের এক মূমূর্ষ রোগী। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকেও এই স্বাস্থ্যকমপ্লেক্সে এসেও চিকিৎসা পাননি। চিকিৎসা না নিয়েই চলে যেতে হয়েছে বাড়ি। আলেয়া বেগমের অভিযোগ তাকে হাসপাতালের বড় ডাক্তারের কাছে গেলে সে তারিয়ে দিয়েছে।
রোববার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। আলেয়া বেগম পাথরঘাটা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মৃত হাজী আছিমদ্দিন সিকদারের স্ত্রী।
আলেয়া বেগম কান্নজরিক কন্ঠে পাথরঘাটা নিউজকে বলেন, আমি উঠে দাড়াতে পারে না ডায়বেটিসসহ বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত। চিকিৎসা নিতে হাসপাতালে গেছিলাম ভর্তি হওয়ার জন্য কিন্তু হাসপাতালের বড় ডাক্তার আমাকে চিকিৎসা নাদিয়ে বের করে দেয় এবং বলে এখানে বর্তি হওয়া যাবেনা। কি কারনে ভর্তি করবে না তা জানতে চাইলেও তিনি কিছু বলেনাই।
এ ব্যপারে আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার উল্যাহ পাথরঘাটা নিউজকে বলেন, ৮০ বছরের বৃদ্ধা কেন, কোন রোগিকেই ফেরত দেইনি। গতকাল আসা সকল রোগিকেই চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুমুল হক খান পাথরঘাটা নিউজকে জানান, এই স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসলে তারিয়ে দেয়ার কোন প্রশ্নই আসেনা। আমার কাছে এরকম কোন রোগী আসেনি। যদি জটির কোন রোগী আসে আমারা না পারলেও ভর্টি নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠিয়ে দেয়ার ব্যাবস্থা করে থাকি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ নভেম্বর