ফের সাগরে ভাসবে টাইটানিক!
১৯১২ সালের ১৪ এপ্রিল হিমশৈলের ধাক্কায় ডুবে গিয়েছিল বিশ্ব মাতানো জাহাজ আরএমএস টাইটানিক। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে নর্থ আটলান্টিকে ডুবে যায় জাহাজটি। এতে প্রায় ১৫০০ যাত্রী প্রাণ হারান। সেই জাহাজ ঘিরে চালু রয়েছে অসংখ্য মিথ। এবার সেই মিথকে সঙ্গী করে সাগরে ভাসবে টাইটানিক- ২।
জানা গেছে, নতুন এ টাইটানিক জাহাজ সাগরে ভাসবে ২০২২ সালে। এবার আরও সুসজ্জিত এবং আধুনিকতার ছোঁয়া থাকছে তার মধ্যে। প্রথম টাইটানিকের মতো এই জাহাজও যাবে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত।
টাইটানিক-২ যেন প্রথম টাইটানিকেরই যমজ। তবে নিরাপত্তা ও বিনোদনের কথা মাথায় রেখে অনেক কিছু রদবদল করা হয়েছে এর। রয়েছে অসংখ্য লাইফ বোট। আধুনিক উপকরণের নেভিগেশন, রাডারও রয়েছে এতে।
২৭০ মিটার লম্বা, ৫৩ মিটার উচ্চতা বিশিষ্ট নয় ডেকের জাহাজে ৮৩৫টি কেবিন রয়েছে। ২৪৩৫ জন যাত্রী যেতে পারবেন ১৫ দিনের সফরে, থাকবেন ৯০০ জন কর্মী। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির টিকিট রয়েছে ঠিক প্রথম টাইটানিকের মতোই। (সূত্র: কালের কন্ঠ)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ নভেম্বর