হিরো আলম যেকোনো মূল্যে নির্বাচন করবেন!
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোন মূল্যে ভোটের লড়াইয়ে মাঠে থাকবেন বলে জানিয়েছেন ইউটিউব তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরশাদের জাতীয় পার্টির মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।
গত ১২ নভেম্বর বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। এরপর থেকে এই ইউটিউব তারকাকে নিয়ে দেশ-বিদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহল জন্মেছে। টিভি টকশোগুলোতে তার লাইভ অনুষ্ঠান দেখা যায় প্রতিদিনই।
হিরো আলম জানান, জাতীয় পার্টি থেকে তিনি যদি মনোনয়ন নাও পায়, সেক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন।
তিনি আরো বলেন, আমাকে মনোনয়ন দেয়া হবে কিনা তা এখনো জানতে পারিনি। আমার ধারণা পাবো।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ নভেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)